চট্টগ্রাম : মানবসেবায় এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পাশে দাঁড়িয়েছে দেশের খ্যাতনামা শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামেলি।
চসিক পরিচালনাধীন স্কুলগুলোকে ডিজিটালাইজেশন করার উদ্যোগে সাড়া দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ল্যাপটপ ও প্রজেক্টর প্রদানের মাধ্যমে স্কুলগুলোতে প্রযুক্তির ছোঁয়া এনে দিচ্ছে পিএইচপি।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে চসিকের কনফারেন্স হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ল্যাপটপ ও প্রজেক্টর তুলে দেন পিএইচপি অটোমোবাইল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ হিরু।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী অফিসার (সিইও) সামসুদ্দোহা, নাসিরাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক পরিচালক সাজ্জাদ হোসাইন, প্রমুখ।
চসিকের স্কুলগুলোকে ডিজিটালাইজেশন করতে চসিকের পাশে থাকার জন্য পিএইচপি’র প্রতি কৃতজ্ঞতা জানান নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।
একুশে/এএইচ/এসসি