
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাথে শিক্ষা গবেষণা, ছাত্র-শিক্ষক ও স্টাফ বিনিময় বিষয়ক এক সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালেশিয়া।
বুধবার ৩১ অক্টোবার এই সমঝোতা চুক্তির কপি চবি উপাচার্যের কাছে হস্তান্তর করেন আইআইইউএম এর প্রফেসর ড.এস.এম আব্দুল কুদ্দুস।
এসময় চবি উপাচার্য বলেন,এই চুক্তির আলোকে উভয় বিশ্ববিদ্যালয়ের জ্ঞান গবেষণা, জ্ঞান বিতরণ ও জ্ঞান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে। এ চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যেগে সেমিনার-সিম্পুজিয়াম, ট্রেনিং, ওয়ার্কসপ আয়োজনসহ শিক্ষক গবেষক ছাড়াও প্রত্যেক বছর ১০ জন শিক্ষার্থী ও দুই জন স্টাফ উভয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে। এছাড়াও শিক্ষার্থীরা স্ব স্ব ডিসিপ্লিন ফ্রি ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবে। যা শিক্ষক-শিক্ষার্থী ও স্টাফদের সক্ষমতা বৃদ্ধির এক সুবর্ণ সুযোগ।
চুক্তি কপি গ্রহণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতার,ব্যাবসায় প্রশসন অনুষদের ডিন প্রফেসর ড.এফ.এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.ফরিদ উদ্দীন, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গির আলম।
একুশে পত্রিকা/আইসি/এসসি/আরএইচ