মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ঘুষিতে অটোরিকশা চালকের মৃত্যু

| প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০১৬ | ৬:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এক অটোরিকশা চালকের ঘুষিতে প্রাণ হারিয়েছেন সেলিম খান নামের (৫৮) নামের অটোরিকশা চালক।

সোমবার দুপুরে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, সিএনজি ফিলিং স্টেশনের সামনে অটোরিকশা রাখা নিয়ে বাকবিতন্ডা হয় দুই অটোরিকশা চালকের। একপর্যায়ে সেলিম খানকে ঘুষি মারেন অন্য এক চালক। এরপর মাটিতে পড়ে যান সেলিম। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় দায়ী অটোরিকশা চালক মিথাই চৌধুরী রূপনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।