মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে নকল এনার্জি ড্রিংক কারখানার সন্ধান, গ্রেফতার ১

| প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০১৬ | ৭:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভ’জপুর থানা এলাকায় একটি নকল এনার্জি ড্রিংক কারখানার খোঁজ পেয়েছে পুলিশ।

সোমবার ভোরে ভ’জপুরের বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া গ্রামের আবদুল খালেকের বসতঘরে কারাখানাটির সন্ধান পাওয়া যায়।

ভ’জপুর থানার ওসি একেএম লিয়াকত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নকল কারখানাটিতে অভিযান চালায় দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় এনার্জি ড্রিংকগুলো প্যাকেজিং করার সময় জাফর আহমদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সেখান থেকে ১২ ধরনের এনার্জি ড্রিংক, প্রচুর খালি বোতল, বিভিন্ন কোম্পানির লেবেল, বিভিন্ন ধরনের কেমিক্যাল, ছিপি লাগানোর মেশিন এবং আড়াই হাজার বোতল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।