মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

১৫ দফা দাবিতে নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদের ধর্মঘট

| প্রকাশিতঃ ২৩ অগাস্ট ২০১৬ | ৮:৪৯ পূর্বাহ্ন

shipসর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে ধর্মঘট পালন করছে নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদ। এতে বিপাকে পড়েছেন নৌপথের যাত্রীরা।

মঙ্গলবার ভোরে বরিশাল নদী বন্দর থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। হঠাৎ করে ডাকা ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতরাতে বরিশাল লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায়, সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ ও দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ নির্ধারণসহ ১৫ দফা বাস্তবায়নে আজ থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। সবধরনের নৌযান ধর্মঘটের আওতায় থাকবে বলেও জানানো হয়।