চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ মোস্তাফিজুর রহমান নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার সকাল ১১টার দিকে আকবর শাহ থানার লতিফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের লতিফপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মোস্তাফিজুরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় আকবর শাহ থানায় মামলা হয়েছে।