শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মানছে না চট্টগ্রাম ওয়াসা

প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৬ | ৩:৪১ অপরাহ্ন

ctg wasaমামুনুল হক চৌধুরী : সরকারি প্রতিষ্ঠানের অর্থের ৭৫ শতাংশ সরকারি ব্যাংকে রাখার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। নির্দেশনায় উল্লেখ আছে, বেসরকারি ব্যাংকে সর্বোচ্চ ২৫ শতাংশ টাকা রাখা যাবে।
কিন্তু অর্থ মন্ত্রণালয়ের এ নির্দেশনা মানছে না চট্টগ্রাম ওয়াসা। প্রতিষ্ঠানটি তাদের মোট অর্থের ৫০ দশমিক ৮১ শতাংশ সরকারি ব্যাংকে রেখেছে; বাকি ৪৯ দশমিক ১৯ শতাংশ রেখেছে বেসরকারি ব্যাংকে।

এ সংক্রান্ত প্রাপ্ত নথিপত্র ঘেঁটে দেখা গেছে, চট্টগ্রাম ওয়াসা সরকারি-বেসরকারি ব্যাংকে মোট জমা রেখেছে ১২৫ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৩৭৩ টাকা।

এ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, বেসরকারি ব্যাংকে টাকা রাখলে লাভ বেশি দেয়া হয়। এখন যদি বেসরকারিতে ওয়াসা টাকা বেশি রাখে, তাহলে লাভটাও বেশি হবে। এই লাভের টাকা তো ওয়াসার কাছে মানে সরকারের কাছেই থাকবে। লাভের টাকা তো অন্য কেউ নিয়ে যাবে না।

জনতা ব্যাংকের ওয়াসা শাখায় ২৫৫৫২৬/৬১৯-৫ এফডিআর নাম্বারে জমা আছে ৮৮ লাখ ৬৯ হাজার ৪৮০ টাকা, ২৫৫৫২৭/৬২০-৭ এফডিআর নাম্বারে জমা আছে ১ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ৩৪৮ টাকা, ২৫৫২১১/৩০৮ এফডিআর নাম্বারে আছে ৯৬ লাখ ৯৫ হাজার ৮৪১ টাকা, ৮৪৯৫০৮/১৪৯১ এফডিআর নাম্বারে আছে ১ কোটি ৭২ লাখ ৫৭ হাজার ৪৬২ টাকা, ৮৪৯৭৩৮/১৭১৮-৭ এফডিআর নাম্বারে আছে ৮ কোটি ৯৪ লাখ ৬১ হাজার ৪৫৮ টাকা, ০০১৫৭৫/২১৫২-৬ এফডিআর নাম্বারে আছে ১ কোটি ৪৬ লাখ ৫২ হাজার ৫৪২ টাকা, ০০১৫৮৪/২১৬১-৬ এফডিআর নাম্বারে আছে ৬৬ লাখ ৪৩ হাজার ৯৩৪ টাকা, ০৪৯৫৭২৭/২৪০৪-৯ এফডিআর নাম্বারে আছে ৩ কোটি ১১ লাখ ৩১ হাজার ৪৩ টাকা, ৪৯৫৭৭০ এফডিআর নাম্বারে আছে ১ কোটি ১৬ লাখ ৭৬ হাজার ২২৮ টাকা, ০৪৯৫৭৭৮/২৪৫০/৬ এফডিআর নাম্বারে আছে ২ কোটি ৭১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা, ০৪৯৫৭৮০/০০৩০২৪৫২-৮ এফডিআর নাম্বারে ৩৫ লাখ ১০ হাজার ৫৯২ টাকা জমা আছে, ০৭০৮৮৩৪/০০৩০২৫০৫-২ এফডিআর নাম্বারে ২ কোটি, ০৭০৮৮৮১/০০৩০২৫৫৫২৯ এফডিআর নাম্বার ৮ কোটি টাকা। মিমি সুপার মার্কেট শাখায় ১০৫৯৩৫/১০২৫ এফডিআর নাম্বারে আছে ২ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৫২ টাকা।

কৃষি ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় ৪২৮৯৯৭/৭৩৯ এফডিআর নাম্বারে জমা আছে ১ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৫০ টাকা, ষোলশহর শাখায় ৪৮০৬৯৭/৮৬৬ এফডিআর নাম্বার আছে ৬ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৬৮ টাকা, ৫৩৫৯৮৪/১০২৯ এফডিআর নাম্বারে আছে ১ কোটি ৭৭ লাখ ৯১ হাজার ৮১৯ টাকা, ১৩৮২৬১/১৭০২ নাম্বারে আছে ১ কোটি ৭৩ লখ টাকা, চাক্তাই শাখায় ১৩৮৫৬২/৯৩৩ নাম্বারে আছে ১ কোটি ৭৩ লাখ টাকা।

বেসিক ব্যাংকের দেওয়ানহাট শাখায় ০৪০২৬৭/৩০১৮-০১-১৬৬ এফডিআর নাম্বারে জমা আছে ৫ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ৮০ টাকা।

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের আগ্রাবাদ শাখায় ৩২০৭ এফডিআর নাম্বারে আছে ৯ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৯৬৯ টাকা, ৩২২০ এফডিআর নাম্বারে জমা আছে ৫ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৭১৩ টাকা। পরে চলতি মাসের শুরুতেই আরো দুই কোটি টাকা এফডিআর করে রাখা হয় পাস্তিানের এই ব্যাংকে।

এনআরবি গ্লোবাল ব্যাংকের আগ্রাবাদ শাখায় ০৪৭৬৫৫৫/০১৩২৪০০১১১১০১০ এফডিআর নাম্বারে জমা আছে ২ কোটি ৪৭ লাখ ১২ হাজার ১৫৬ টাকা, ০৪৭৬৫৫৬/০১৩২৪০০১১১০১১ এফডিআর নাম্বার আছে ২ কোটি ৪৭ লাখ ২৭ হাজার ৬০০ টাকা, ০৪৭৬৫৫৪/০১৩২৪০০১১১০০৯ এফডিআর নাম্বারে ১ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার ৭৫৫ টাকা, ৪৫৫৪৫৫/০১২৪৪০০০১৩৬৪৮ এফডিআর নাম্বারে আছে ১ কোটি ১০ লাখ ৩৫ হাজার টাকা, ৪৬৫৯২৬ এফডিআর নাম্বারে জমা আছে ২ কোটি ১৭ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।

সোনালী ব্যাংকের আগ্রাবাদ শাখায় ৬৭৬১৮৬ এফডিআর নাম্বারে ১ কোটি ১৬ লাখ ৭৬ হাজার ২২৮ টাকা, লালদীঘি শাখায় ৬১৪৩৭৫ এফডিআর নাম্বারে ১ কোটি ১৬ লাখ ৭৬ হাজার ২২৮ টাকা, ফাস্ট সিকিউরিটি ব্যাংকের জুবলী রোড শাখায় ৭৮৭৮৫০/০১০৭২৪৬০০০৩২২৬৫ এফডিআর নাম্বার জমা আছে ২ কোটি ৪০ রাক ৯২ হাজার ৬২ টাকা, ৭৮৭৮৪৩/০১৭২৪৬০০৩২২৬৩ এফডিআর নাম্বারে আছে ৩ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৭৩৭ টাকা, কদমতলী শাখায় ০৮৬৯২৭২/২৪৬০০০০৬৭ এফডিআর নাম্বারে জমা আছে ১ কোটি ৪ লাখ ৪২ হাজার ৫০০ টাকা, ৮৬৯২৬৯ এফডিআর নাম্বারে ২ কোটি টাকা।

ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় ৫১৮৭ এফডিআর নাম্বারে জমা আছে ৫ কোটি ৫১ রাক ৭৫ হাজার টাকা, ঈদগাঁ শাখায় ২০১১১ এফডিআর নাম্বারে ২ কোটি ১৭ রাক ৯২ হাজার ৫০০ টাকা, ২০১৫৯ নাম্বারে ১ কোটি।

অগ্রণী ব্যাংকের লালদীঘি শাখায় ১৮৭১৬২ এফডিআর নাম্বারে জমা আছে ২ কোটি ১৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

এবি ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় ৩৪৫৮৭৯৭/৪২/১৬ এফডিআর নাম্বারে আছে ১০ কোটি টাকা।

সোনালী ব্যাংকের ওয়েজ আর্নাস শাখায় ৫৪৭১২২ এফডিআর নাম্বারে আছে ৩ কোটি টাকা, লালদীঘি শাখায় ৬৭২২৮১/৫৫০০৯১৭৫ এফডিআর নাম্বারে আছে ২ কোটি টাকা।

*** চট্টগ্রাম ওয়াসার টাকা পাকিস্তানের ব্যাংকে