চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৪০) নামে দুবাইফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বড়উঠান ইউনিয়নের হাইকোর্ট আলী ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন স্থানীয় আবুল কাশেমের ছেলে। তিনি সপ্তাহখানেক আগে দুবাই থেকে চট্টগ্রামের বাড়িতে আসেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সকালে বিদ্যুতের সুইচ টেপার সময় স্পৃষ্ট হন আবুল হোসেন। এরপর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা গলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।