সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবি’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০১৮ | ৫:৩৬ অপরাহ্ন

চবি প্রতিনিধি : সাফল্য, গৌরব ও ঐতিহ্যের ৫২ বছর পেরিয়ে ৫৩ বছরে পা দিল প্রাচ্যের রাণীখ্যাত শাটলের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

রবিবার (১৮ই লভেম্বর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে বর্ণিল অনুষ্ঠনমালার। বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে কেক কেটে বিশ্ববিদ্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

একই ভেন্যুতে ‘সাম্প্রতিক সময়ে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্জন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমৃদ্ধির পথে হেটে আজকে এতদূর। পথচলার এই ৫২ বছরে বিশ্ববিদ্যালয় আর্জন করেছে বিশ্বের বুকে এক গৌরবময় অবস্থান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের শিক্ষা ও গবেষণায় রাখছে অনন্য অবদান।

উপাচার্য শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্ধারণ করেছি। শেখ হাসিনা সরকারের প্রশংসা করে উপাচার্য আরও বলেন, বর্তমান সরকার দেশের দূর্ণীতিকে কমিয়ে সততার এক অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায়ও এ সরকারের ভূমিকা অনন্য। এসময় উপাচার্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও পজেটিভ সংবাদ পরিবেশনেরও আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতার, ব্যাবসায় প্রশসন অনুষদের ডিন প্রফেসর ড.এফ.এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.ফরিদ উদ্দীন, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, চবি প্রক্টর আলী আজগর চৌধুরী, রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) কে.এম নূর আহামেদ, অফিসার সমিতির সভাপতি এ.কে.এম মাহফুজুল হক, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.রাশেদুননবী, কর্মচারী সমিতির সভাপতি মো.আনোয়ার হোসাইন।

একুশে/আইসি/এসসি