সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবি’তে মিলবে জোবাইক সার্ভিস সেবা

| প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০১৮ | ৫:৫৪ অপরাহ্ন

চবি প্রতিনিধি : প্রযুক্তির আলোয় বাংলাদেশকে আলোকিত করে নিরাপদ যাত্রী সেবা প্রদানের লক্ষ্য যাত্রা শুরু করেছে জোবাইক বাইসাইকেল সার্ভিস।

সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ও কক্সবাজারে যাত্রা শুরুর পর এবার এই সাইকেল সার্ভিসের পাড়ি দেশের বৃহত্তর ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

জোবাইক একটি মুঠোফোন ভিত্তিক অ্যাপ। যেখানে একটি নিজস্ব আইডি খুললে পাওয়া যাবে সহজ ও নিরাপদ বাইসাইকেল সার্ভিস।

প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিজের একটি একাউন্ট খুলতে হবে। তারপর সাইকেলে থাকা কিউআর কোডটি স্কেনের মাধ্যমে পাওয়া যাবে এই বাই-সাইকেলের মাধ্যমে সেবা। এবং ক্যাম্পাসে নির্দিষ্ট কিছু স্থান ছাড়াও যে কেউ তার গন্তব্যে পৌঁছে সাইকেলটি পার্কিং করে রাখতে পারবে।

সাময়িকভাবে এই সেবাটি শুধু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই পাওয়া যাবে। এবং সম্পূর্ণ পদ্ধতি জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রন করা হবে। তাছাড়া যদি কেউ নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তাহলে সিকিউরিটি এলার্ম বেজে উঠবে।এবং নিজের একটি একাউন্ট খোলার মাধ্যমে ব্যক্তির সকল তথ্যের সত্যতা যাচাই করে তাকে সেবা গ্রহণের অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে যে কোন ধরনের অসদুপায়ের নিয়ন্ত্রন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতি ৫ মিনিট ৩ টাকা হারে ব্যয় নির্ধারণ করা হয়েছে। তবে স্থান ভেদে ব্যয়ের হারে ভিন্নতা থাকবে। অ্যাপের মাধ্যমে সাইকেলের লক খোলার সাথে সাথে সময় গণনা শুরু হবে এবং নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পরে ব্যবহারকারী যখন সাইকেলটি ষ্ট্যান্ড করে পুণরায় লক করবেন তখন সময় গণনা শেষ হবে ।

জোবাইক সেবাটি পেতে মোবাইলে থাকতে হবে জোক্রেডিট ব্যালেন্স। এই ব্যালেন্স নির্দিষ্টি রিচার্জ পয়েন্ট বা বিকাশ দিয়ে করা যাবে।

মঙ্গলবার (২০ নভেম্বর) চবির চাকসু ভবনে সাংবাদিক ও ছাত্রলীগে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় কালে জোবাইকের বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট ইসতিয়াক অাহমেদ শাওন বলেন, আগামী পনের দিনের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সার্ভিসটি চালু করবো। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিও পেয়েছি।

এসময় তিনি আরও বলেন, মূলত বাংলাদেশকে প্রযুক্তিতে আরও সমৃদ্ধ ও যাত্রীদের উন্নত প্রযুক্তির সংষ্পর্ষে এনে স্বল্প সময়ে সহজে যাতায়াত সুবিধা প্রদানের লক্ষ্যে জোবাইক এ ধরনের উদ্দ্যোগ গ্রহণ করেছে। তবে দেশ ব্যাপী শুরু আগে দেশের শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এর গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্যই নিরাপদ স্থান হিসেবে বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে তারা।

তাছাড়া ক্যাম্পাসে বিদ্যমান পরিবহন সংকট নিরসনের জন্য এক হল থেকে অন্য হলে এবং হল থেকে ক্লাসে যাতায়াতের ক্ষেত্রে যানবাহন সহজলভ্যতা নিশ্চিত করতে সাইকেল শেয়ারিং সেবা কার্যকরী ভূমিকা রাখবে। পরিবেশ বান্ধব, স্বাস্থ্যকর এবং গ্রীন এই ট্রান্সপোর্টেশন ব্যবস্থা চীন, সিঙ্গাপুরসহ ইউরোপের দেশগুলোতে বেশ জনপ্রিয়। ছেলে মেয়ে উভয়ের ব্যবহার উপযোগী হিসেবে তৈরি জোবাইকের স্মার্ট এই সাইকেলের সাথে আছে অত্যাধুনিক লক, সোলার প্যানেল, জিপিএস ইত্যাদি।

তিনি আরও বলেন, জোবাইক আশা করছে নতুন প্রজন্মের কাছে এই উদ্যোগ খুবই সাড়া ফেলবে। গন্তব্যে যাওয়া ছাড়াও অনেকে এই সাইকেল শরীরচর্চার মাধ্যম হিসেবেও ব্যবহার করে উপকৃত হতে পারবেন।

এময় ছাত্রলীগ নেতারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা প্রযুক্তির ব্যাবহারে মাধ্যমে দেশের উন্নয়নমূলক কাজগুলোর সাথে একাত্বতা প্রকাশ করেছে। জোবাইকের এই ধরনের কার্যক্রমকে চবি ছাত্রলীগ স্বাগত জানায় এবং তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে।

এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রলীগ তথা আওয়ামী লীগের দলীয় কোন্দল থাকলেও দিনশেষে সবাই একই গন্তব্যরই যাত্রী।

একুশে/আইসি/এসসি