মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে পুকুর থেকে গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৬ | ৫:৩৫ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি পুকুর থেকে আবুল কাশেম (৫৫) নামের এক গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কধুরখীল এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আবুল কাশেম বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অধীনে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করতেন। তিনি বোয়ালখালী উপজেলার পাঠানপাড়া এলাকার কাসেম আলী সওদাগর বাড়ির মৃত এজাহার মিয়ার ছেলে।

বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, বুধবার রাতে পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন কাশেম। এরপর বৃহস্পতিবার আর তিনি ফেরেননি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। শুক্রবার দুপুরে পুকুরে ভাসমান অবস্থা থেকে কাশেমের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত করা গেলে বিষয়টি পরিস্কার হবে।