মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

| প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৬ | ৫:৪৪ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার একটি ভবন থেকে পড়ে মোঃ মোমিন (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদারপাড়া বজল সওদাগর বাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ মোমিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, ফরিদারপাড়া বজল সওদাগর বাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মোমিন নিচে পড়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর আহত তাকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।