চট্টগ্রাম: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে আল হামিদিয়া টেক্সটাইল নামের কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সারোয়ার জাহান জানান, ফিরোজ আলী ফখরীর মালিকানাধীন ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি গাড়ি পাঠানো হয়। অগ্নিকান্ডে কারখানাটির বেশকিছু পণ্য ও যন্ত্রপাতি পুড়ে গেছে। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।