চট্টগ্রাম: জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হল সাইকেল শোভাযাত্রা। দু’শতাধিক তরুণ-তরুণী রংবেরঙের সাইকেল নিয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। শুক্রবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস জিমনেসিয়াম চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় মেয়র বলেন, তরুণ প্রজন্মের জন্য অশনি সংকেত জঙ্গিবাদ। যার যার অবস্থান থেকে জঙ্গিবাদের কালো থাবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় জেলা প্রশাসন এই কর্মসূচীর আয়োজন করে। উদ্বোধন শেষে সাইকেল শোভাযাত্রাটি এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সাবেক জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাসেম, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, কাউন্সিলর গিয়াস উদ্দিন ও মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু প্রমুখ।