চট্টগ্রাম: সেই কোটিপতি পিয়ন সালাউদ্দীন আহমেদ রুবেলকে হাটহাজারী মাদার্শা তহসীল অফিসে বদলীর আদেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। গত বুধবার এ সংক্রান্ত আদেশ দেয়া হয়।
জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত ঘুষ দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আছে পটিয়া উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) সালাউদ্দীন আহমেদ রুবেলের বিরুদ্ধে। ২০১৫ সালের আগস্ট থেকে এপর্যন্ত তিনবার বদলি হলেও ঘুরেফিরে তার ঠিকানা হয় পটিয়া ভূমি অফিস। প্রভাবশালী এ কর্মচারীর বাড়ি বোয়ালখালী উপজেলার খরনদ্বীপ মুন্সিপাড়ায়। এসএসসি পাশ রুবেল সরকারি চাকরিতে যোগদান করেন ২০০৪ সালে। বিএনপি-জামায়াত জোট সরকারের ওই সময়ে তার মামা মোহাম্মদ ইউনুচ সরকারি চাকরিজীবী হয়েও ছিলেন ৮নং শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি। মূলত প্রভাবশালী ওই মামার তদবির জোরেই সরকারি চাকরি নামক ‘আলাদীনের প্রদীপ’ পেয়ে দ্রুত বদলে গেছেন রুবেল। অল্পদিনে এলাকায় পরিচিতি পেয়েছেন ‘কোটিপতি রুবেল’ নামে!
এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন ‘পিয়নের পরিচয় ‘কোটিপতি রুবেল’!’ শিরোনামে প্রকাশ করে একুশেপত্রিকা।
*** চট্টগ্রামে অনুমোদনহীন সমবায় সমিতি মালিক সরকারী কর্মচারী!