মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে তামিমসহ ৩ জঙ্গি নিহত

| প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০১৬ | ১১:৪২ পূর্বাহ্ন

tamimনারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযানে সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজনের সঙ্গে গুলশানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী বলে পুলিশ নিশ্চিত করেছে।

অভিযান সমাপ্ত ঘোষণার পর পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক শনিবার দুপুরের দিকে নারায়ণগঞ্জে সাংবাদিকদের কাছে একথা বলেছেন।

পুলিশের মহাপরিদর্শক বলেন, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট, সোয়াত ও নারায়ণগঞ্জ পুলিশ শনিবার সকালে পাইকপাড়ার একটি ভবনে এক ঘণ্টার ওই অভিযান চালায়। অভিযানে নব্য জেএমবির তিন জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজনের চেহারা তামিমের সঙ্গে মিলে গেছে।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে পুলিশের ভাষ্য। তাঁকে ধরতে অভিযান চালাচ্ছিল পুলিশ।

পাইকপাড়ার স্থানীয় লোকজনের ভাষ্য, আজ সকালে ঘুম থেকে উঠে তাঁরা বেশ কয়েকটি গাড়ি দেখতে পান। ওই গাড়িতে করে আসা সাদাপোশাকের পুলিশ সদস্যরা এলাকায় সতর্ক অবস্থান নেন। তাঁরা ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য ছিলেন। পরে সোয়াট ও নারায়ণগঞ্জ পুলিশের সদস্যরাও এই অভিযানে যোগ দেন। পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় অবস্থিত একটি ভবন ঘিরে তাঁরা তৎপরতা শুরু করেন।

সকাল সাড়ে নয়টার পর ওই ভবনের কাছ থেকে প্রথম গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। এরপর থেকে থেমে গোলাগুলি শব্দ শোনা যায়। একপর্যায়ে বড় ধরনের বিস্ফোরণের শব্দও শোনা যায়।

অভিযানকালে পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়।