মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

তিন জঙ্গির বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ

| প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০১৬ | ৩:৩৮ অপরাহ্ন

swatপাইকপাড়া আস্তানায় তিন জঙ্গির মজুদ করা বোমাগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট। দুপুরের দিকে এই শাখার সদস্যরা চারটি বোমা নিষ্ক্রিয় করেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন জানান, বোমাগুলো নিষ্ক্রিয় করার পর ভেতরে আরও কোনো অস্ত্র বা গোলাবারুদ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

গত রাতে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় ওই আস্তানা ঘেরাও করে পুলিশ। পরে সকালে চালানো হয় বিশেষ অভিযান হিট স্ট্রং টোয়েন্টি সেভেন। সকালে এক ঘণ্টার অভিযান শেষে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক জানান, জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও একে টোয়েন্টিটু রাইফেল দিয়ে গুলি ছুড়েছিল। পরে পাল্টা গুলিতে নিহত হন জঙ্গিরা।

জঙ্গিরা প্রাণ হারালেও ভেতরে আরও গ্রেনেড বা বিস্ফোরক থাকতে পারে বলে ধারণা করছিলেন পুলিশ প্রধান। জানান, বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এ বিষয়ে কাজ করছে।

ঘণ্টা তিনেক পর এই ইউনিটের সদস্যরা চারটি বোমা খুঁজে পেয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন। পুলিশ কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, ‘আমরা ভেতরে থাকা চারটি বোমা নিষ্ক্রিয় করেছি। এরপরও ভেতরে আর কী আছে তা দেখছি।পরে পুলিশের ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করবেন। এবং লাশ বের করাসহ বাকি কাজ তখন করা হবে।’

পুলিশ কর্মকর্তারা জানান, জঙ্গি আস্তানার ভেতরে তিন জঙ্গির মধ্যে দুইজন উল্টো হয়ে এবং একজন চিৎ হয়ে পড়েছিলেন। একজনের হাতে একটি এ কে টোয়েন্টি টু রাইফেল ছিল। এই অস্ত্র দিয়েই তিনি পুলিশকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন।

পুরো ঘরটি তিন জনের রক্তে ভেসে গিয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।