মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

| প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০১৬ | ৪:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৭২০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলী হোসেন ওরফে সোনা মিয়া কোম্পানী (৪৪) কক্সবাজার জেলার টেকনাফ থানার মধ্যম হ্নীলা এলাকার মৃত মোবারক আলীর ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মাদারবাড়ীস্থ রেলগেইটের পূর্ব পার্শ্বে হোটেল আবরার সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ৭২০ পিস ইয়াবাসহ আলী হোসেনকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে এনে চট্টগ্রাম নগরীতে বেশী দামে বিক্রি করে আসছিল। এ ঘটনায় সদরঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।