চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অবৈধ অস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জামসহ তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের রাউজানের কদলপুর এলাকার ফরিদ শাহের ছেলে সাত্তার শাহ ওরফে ডিপজল ওরফে শওকত (৩২) ও বোয়ালখালীর কদুরখীল এলাকার মৃত আবুল কাসেমের ছেলে খোরশেদ (৩৫)।
তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, দুইটি বন্দুকের কার্তুজ, একটি টিপ ছোরা, একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন মৌলভী বাজার ব্রাহ্মনপাড়া রেল লাইনের উত্তর পার্শ্বে জনৈক মাহবুব এর কলোনীতে অভিযান চালানো হয়। এসময় অবৈধ অস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জামসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার সাত্তার শাহ সর্বশেষ ডবলমুরিং থানাধীন আবুল বিড়ি ফ্যাক্টরী এলাকায় ৩০ লাখ টাকার ছিনতাই মামলার অন্যতম পলাতক আসামি। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী, ডবলমুরিং, পাঁচলাইশ, খুলশী, জেলার পটিয়া থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলাসহ ১৪টি মামলা আছে। এছাড়া গ্রেফতার খোরশেদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।