চট্টগ্রাম: আগামী ১৭ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মাহবুব হাসান বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ৫৫ হাজার ৮৭৯টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে। ১৪ হাজার ৯২৩ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের এসব আবেদন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলার দুই পত্র-তে ৯ হাজার ৯৮২টি, ইংরেজি দুইপত্র-তে ৮ হাজার ৬৯৮টি, পর্দাথবিজ্ঞান দুই পত্র-তে ৫ হাজার ৯৬২ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঁচ হাজার ১৪৩টি খাতা।
এর আগে গত ১৮ আগস্ট ঘোষিত এইচএসসির ফলাফলে চট্টগ্রামে শিক্ষাবোর্ডে ৫৬ হাজার ১৬ জন শিক্ষার্থী পাশ করে। পাশের হার ছিল ৬৪ দশমিক ৬০ শতাংশ।