
একুশে ডেস্ক : বিশ্বের অগ্রসর ২০ অর্থনৈতিক শক্তির সংস্থা, জি-টুয়েন্টির ১৩তম শীর্ষ সম্মেলন আজ (শুক্রবার) আর্জেন্টিনায় শুরু হচ্ছে।
আর্জেন্টিনার বুয়েনস আইরেসে আয়োজিত এবারের শীর্ষ সম্মেলনে, টেকসই প্রবৃদ্ধি অর্জনের প্রতিশ্রুতি আর পারস্পরিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নেই জোর দেবে সদস্য রাষ্ট্রগুলো। তবে, বিশ্ব রাজনীতির চলমান কিছু সঙ্কটও প্রাধান্য পেতে পারে এ সম্মেলনে।
সমসাময়িক নানা ইস্যুকে ছাপিয়ে এবারের সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ, যা বিশ্ব অর্থনীতিতে এরই মধ্যে ফেলতে শুরু করেছে নেতিবাচক প্রভাব।
রাশিয়ার নৌবাহিনীর ইউক্রেনের জাহাজ আটকের ঘটনা আর তুরস্কে সৌদি দূতাবাসের ভেতরে সাংবাদিক জামাল খাশোগী হত্যাও উঠে আসতে পারে আলোচনায়।
এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মস্কোর ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ন্যাটোর মিত্ররাও। আর, ভারতের প্রধান লক্ষ্য থাকবে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা।
খাশোগি হত্যা, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোটের অভিযান নিয়েও প্রশ্ন উঠতে পারে জি-টুয়েন্টি সম্মেলনে। রেশ থাকতে পারে ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্য-ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েনেরও। আর এ অবস্থায় বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন থেকে কোন সঠিক সিদ্ধান্ত আসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
একুশে/আরসি/এসসি