চট্টগ্রাম: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকার ত্রাস সন্ত্রাসী নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর দেড়টায় স্থানীয় জোরারগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, নাজিমের বিরুদ্ধে জোরারগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় মারামারি-চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। গত বেশ কিছু দিন ধরে পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র নাথ জানান, নাজিম এলাকার ত্রাস। গত বেশকিছুদিন ধরে তাকে পুলিশ খুঁজছিলো। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজিমের বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো খুঁজে দেখা হচ্ছে। তবে মারামারি ও চাঁদাবাজীর দুটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।