মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কারখানার ক্রুটিপূর্ণ ব্যবস্থাপনাকে দায়ী করলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

| প্রকাশিতঃ ২৮ অগাস্ট ২০১৬ | ৫:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) কারখানায় ক্রুটিপূর্ণ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবের ফলে গ্যাস ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। রোববার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ট্যাংক বিস্ফোরণের ঘটনার পেছনে কারখানার ক্রুটিপূর্ণ ব্যবস্থাপনা ছিল। স্বাভাবিকভাবে এভাবে গ্যাস ছড়িয়ে পড়লে তার নিঃসরণ বন্ধে প্রাথমিক পদক্ষেপ হিসেবে পানি ছিটানো হয়। কিন্তু সেসময় কারখানাটির পানি ছিটানোর সিস্টেমটি কাজ করেনি। এজন্য গ্যাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে। গ্যাস ছড়িয়ে পড়ার পর তা মোকাবেলায় তাদের প্রস্তুতির অভাব ও নিরাপত্তা ব্যবস্থাপনা কাজ করেনি।

বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, এ দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসের ৩০জন সুদক্ষ কর্মী কাজ করেছেন। তারা সিঙ্গাপুর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। খুব অল্প সময়ের মধ্যে তারা পরিস্থিতি মোকাবেলা করেছে। যথেষ্ট দায়বদ্ধতা নিয়ে কাজ করেছে। অথচ কারখানার দুর্ঘটনা মোকাবেলা টিমের সবাই আগেই ঘটনাস্থল থেকে সরে যায়।

এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনা তদন্তে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটির কাজ প্রায় শেষ। দুর্ঘটনার কারণ বের করা হয়েছে। যথা সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি।