সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সেভিয়াকে পেছনে ফেলে আবারও শীর্ষে বার্সেলোনা

| প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০১৮ | ৪:২৩ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক : লা লিগায় সেভিয়াকে পেছনে ফেলে আবারও শীর্ষে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

রোববার ন্যু ক্যাম্পে শুরু থেকে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকেরা। ম্যাচের ৮ মিনিটে মেসির শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। ৩৬ মিনিটে উসমান ডেম্বেলের ক্রস থেকে হেডে গোল করেন জেরার্ড পিকে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরম্যাচের ৮৭ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্তুরো ভিদালের বদলী মাঠে নামা কার্লোস অ্যালেনা।এতে তিন ম্যাচে প্রথম জয়ের মুখ দেখে বার্সা।আগের দুই ম্যাচে জয় খরায় ছিল কাতালান জায়ান্টরা।

এদিকে, ১৪ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ২৮ পয়েন্ট। ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে সেভিয়া। আতলেতিকো মাদ্রিদ ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আছে আলাভেস। ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

একুশে/আরসি/এসসি