
ক্রীড়া ডেস্ক : পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলে ব্যালন ডি’অর ২০১৮র ট্রফি জিতলেন ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ।
সোমবার প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে তুলে দেয়া হয় ৬৩তম ব্যালন ডি’অর পুরস্কার। সেইসঙ্গে অবসান ঘটলো ঐতিহ্যবাহী এই অ্যাওয়ার্ডে রোনালদো ও মেসির ১০ বছরের আধিপত্যের।
২০১৮ সাল কখনোই ভোলার নয় মড্রিচ। ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল, সবখানেই ক্রোয়াট মিডফিল্ডারের জয়জয়কার। বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে প্রায় একাই তুলেছিলেন ফাইনালে, শিরোপার আক্ষেপ নিয়েই হয়েছিলেন সেরা খেলোয়াড়। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডেও তাকে ছুঁতে পারেননি রোনালদো-মেসি। এবার, সাফল্যের পালকে যোগ হলো ব্যালন ডি’অর।
জুরিদের বিচারে দ্বিতীয় হয়েছেন রোনালদো, গ্রিজমান-এমবাপের পর পাঁচ নম্বরে আছেন লিওনেল মেসি।
ব্যালন ডি’অরে প্রথমবার দেয়া হলো কোপা ট্রফি। ২১ না পেরুনো উদীয়মান ফুটবলারের এই ট্রফি, জিতে নেন কিলিয়ান এমবাপে। আর প্রথমবার দেয়া হয়েছে নারী ফুটবলার অ্যাওয়ার্ড। ব্রাজিলের মার্তা, নেদারল্যান্ডসের মার্টেনসকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হন নরওয়ের আডা হেগেরবার্গ।
একুশে/আরসি/এসসি