
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনায় নতুন মাত্রা যোগ করেছে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। কোলাহলপূর্ন রাস্তায় হঠাৎ করে সবুজ টি শার্ট আর মাথায় লাল কাপড় মোড়ানো তরুন তরুনীদের ছুটাছুটি। আকস্মিক থমকে যায় সবকিছু। সাউন্ডবক্সে বেজে উঠে দারুন একটি জিঙ্গেল সং।
মধ্যদুপুরে নগরীর ওয়াসার মোড়ে “জয় বাংলা -জিতবে এবার নৌকা, জয় বাংলা -শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা- নৌকা মার্কায় ভোট দিন” গানটির প্রানবন্ত ফ্ল্যাশমব দেখতে পথচারী যানবাহনের যাত্রীদের ঠাঁই দাড়িয়ে থাকতেও দেখা যায়।
নুরুল আবসার রাফি নামের একজন শিক্ষার্থী বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যে নীতি গ্রহন করেছেন বিশেষ করে তরুনদের জন্য তার প্রমান দেশের সার্বিক উন্নয়ন। যে বাংলাদেশটিকে বিশ্বনেতারা তুচ্ছতাচ্ছিল্য করত যুগের পর যুগ, সেই বাংলাদেশ আজ বিশ্বসভার মধ্যমনি হয়ে থাকে। দেশের তরুনদের মুক্তবুদ্ধিচর্চার ক্ষেত্র শক্তিশালী করতে শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আমার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের বন্ধু বান্ধবরা মাত্র দুইদিনের প্রাকটিসে আজ ফ্লাসমুভটি করেছি। আগামীকাল থেকে ভিডিওটি সবাই দেখতে পাবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আশা করছি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের তরুন শিক্ষার্থীরা সৃজনশীল ও সত্যের পথে থাকবে।
জোবায়েদ চৌধুরীর নির্দেশনায় এই পরিবেশনার সম্পাদনা করেন জিপসি রুদ্র। তাকে সহযোগিতা করে ফয়সাল উদ্দিন নিরব। কোরিওগ্রাফিতে ছিলেন সুমনা চৌধুরী এবং নির্দেশনা সহকারী হিসেবে কাজ করেছেন নুরুল আফসার রাফি।
নাচে অংশ নিয়েছেন শিক্ষার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ, নূরুল আবছার রাফি, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ফরহাদ, মো. জোবায়েদ, সুমনা তানজিনা, হাসান, মিনহাজ, মো.শাহরিয়ার, আশিক, ইয়াসিন, সৌম্য, সুমাইয়া, আব্দুল্লাহ সোবাদ, ইমতিয়াজ উদ্দিন, সুলতানা তাসফিয়া প্রিমা ও জয়নুল আবেদিন।
একুশে/এসসি