চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক তালিমুল ইসলাম সায়েমকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়ির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সায়েমকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।