সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

| প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০১৮ | ১০:৪৮ পূর্বাহ্ন

ফাইল ছবি

ঢাকা : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা একটায়।

এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে মুখিয়ে আছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিবীয়দের উড়িয়ে দেয় মাশরাফির দল। দ্বিতীয় ওয়ানডেতেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্বাগতিকরা।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে লড়াইয়ে নামে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে টাইগাররা। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

উইন্ডিজ বধে সাকিব-মিরাজ অন্যতম অস্ত্র। সীমিত ওভারের ক্রিকেটেও দারুন সফল দুই স্পিনার, যা ম্যানেজমেন্টের কাজ সহজ করে দিচ্ছে। তবে, নির্ভার টাইগারদের দুশ্চিন্তা মাশরাফির হ্যামিস্ট্রিং ইনজুরি। বিসিবি বলছে গুরুতর নয় অধিনায়কের চোট। এই ম্যাচ হতে পারে হোম অব ক্রিকেটে মাশরাফির শেষ ম্যাচ। তাই উপলক্ষ্যটা রাঙিয়ে রাখতে চাইবে পুরো দল।

এদিকে, সিরিজে টিকে থাকতে ম্যাচ জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা ভাবিয়ে তুলেছে ক্যারিবীয় টিম ম্যানেজম্যান্টকে।

একুশে/আরসি/এটি