
ঢাকা : সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যচটি শুরু হবে বেলা ১২টায়। ১-১ সমতায় রয়েছে সিরিজ।
মিরপুরে প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের সহজেই হারালেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তাই এই ম্যাচে জয় দিয়ে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য স্বাগতিকদের।
দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন দ্বিতীয় ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ঘুরে দাড়াতে বেশ আত্মবিশ্বসী তারা। কঠিন মূহূর্তে সব সময় বাংলাদেশ ভালো খেলে।
আর টাইগার অধিনায়ক মাশরাফী বলেছেন, দ্বিতীয় ওয়ানডেতে গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের ছোটখাটো ভুল ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ক্রিকেটারদের কাছ থেকে আরও মনোযোগ প্রত্যাশা করেন তিনি।
এ বছর উইন্ডিজ সফরে শেষ ম্যাচ জিতেই সিরিজ জিতেছিল বাংলাদেশ, এবারও তা-ই করার প্রত্যাশা।
এদিকে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে সফরকারী দল। তাই এই ম্যাচেও সেই ধারাবাহিতকা ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
একুশে/আরসি/এটি