মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

অস্ত্র মামলায় তিন শীর্ষ শিবির ক্যাডারের কারাদন্ড

| প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০১৬ | ৫:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম: অস্ত্র আইনের একটি মামলায় সরওয়ার-ম্যাক্সনসহ তিন শীর্ষ শিবির ক্যাডারের প্রত্যেককে ২১ বছরের কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুন্যাল-৭ এর বিচারক এবং যুগ্ম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার এ রায় ঘোষণা করেন।

দন্ডিতরা হলেন- মো. সরওয়ার ওরফে বাবলা (২৯), মোঃ নূরুন্নবী ওরফে ম্যাক্সন (৩৩) এবং মোঃ মানিক ওরফে গিট্টু মানিক (২৯)। তিনজনই কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী বলেন, অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১৪ বছর এবং ১৯ (চ) ধারায় ৭ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। উভয় রায় একটির পর আরেকটি কার্যকর হবে বলে আদেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, ২০১১ সালের ৪ জুলাই ব্রাক্ষণবাড়িয়া সদরের বিশ্বরোড চৌরাস্তার মোড় থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবির ক্যাডার সরওয়ার এবং ম্যাক্সনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের তথ্যমতে ৬ জুলাই ভোর ৪টায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া হামিদপুর এলাকায় তাদের সহযোগি শিবির ক্যাডার মানিকের বসতবাড়ির পেছনে পুকুরপাড় থেকে এক বস্তাভর্তি অবস্থায় বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এরমধ্যে ছিল একটি একে-৪৭ রাইফেল ও ২৭ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, একটি দেশিয় তৈরি বন্দুক, একটি দেশি ওয়ান শ্যুটারগান এবং একটি দেশিয় তৈরি এলজি।

এ ঘটনায় তিন শিবির ক্যাডারকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় তিনজনকে অভিযুক্ত করে ২০১১ সালের ৮ আগস্ট অভিযোগপত্র দেয়া হয়। এরপর ২০১২ সালের ২৬ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জন উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে আটজন সাক্ষী মামলার এজাহারে আনা অভিযোগের সপক্ষে সাক্ষ্য দিয়েছেন। বাকি তিনজন আসামিদের পক্ষে সাক্ষ্য দেন।