সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

“মানবিক”র শীতবস্ত্র বিতরণ

| প্রকাশিতঃ ১৫ ডিসেম্বর ২০১৮ | ১১:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার সকালে হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় ১২০ হতদরিদ্র, প্রতিবন্ধি ও বিধবা নারীদের মাঝে শীতবস্ত্র ও মেরিল পেট্রোলিয়াম জেলি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শওকত হোসেন, নিলুফা ইয়াছমিন জয়িতা, সোহরাব শরীফ, শাহানা আলম, প্রিয়া দত্ত, আলী আশরাফ আজগরী, আবদুর রাজ্জাক রাজু, আবু কাবিদ, মোহাম্মদ মাহী, মো.হাসান, মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও পুলিশ পরিদর্শক শওকত হোসেন বলেন, মানবিক পরিবার বিশ্বাস করে প্রান্তিক সুবিধা বঞ্চিত মানুষ গুলো হাসলে হাসবে বাংলাদেশ। প্রতিটি ঘরে শিক্ষা ও সামান্যতম সুবিধা পৌঁছাতেই আমাদের এই প্রচেষ্টা।আমাদের সামান্য সাহায্য হতে পারে তাদের অনেক বড় প্রাপ্তি।

শিক্ষার জন্য মানবিকতা, মানবিকতায় সহযোগিতা এই আদর্শকে সামনে রেখে ২০১৫সালে প্রতিষ্ঠিত হয় “মানবিক পাঠশালা” নামের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। সংগঠনটি আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, আর্তদের মানবিক সহায়তাসহ শিক্ষা ও সমাজের উন্নয়নমূলক করে আসছে।