
সিলেট : সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মেঘলা আকাশ, টস জিতে আরিফুলকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজও জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশ হেরে গিয়েছিল টি-টোয়েন্টিতে। কোনো একটি সিরিজে বা সফরে তিন সংস্করণেই জয়ের স্বাদ আগে কখনও পায়নি বাংলাদেশ।
তিন পেসার নিয়ে বাংলাদেশ সাজিয়েছে একাদশ। তবে সেই তিনজনে নেই অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। দুই বাঁহাতি আবু হায়দার ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। একাদশে সুযোগ পাননি মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান।
একুশে/এসসি