মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাবুলের চাকরি করার মানসিকতা নেই : আইজিপি

| প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০১৬ | ৮:২১ অপরাহ্ন

igpপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের চাকরি করার মানসিকতা নেই। এ কারণে স্বেচ্ছায় সে পদত্যাগ করেছে।’

বুধবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘বাবুলের চাকরিতে ফেরার জন্য আমরা দেড় মাস অপেক্ষা করেছি। তবে ব্যক্তিগতভাবে বাবুলের চাকরি করার মানসিকতা না থাকলে আমরা তো তাকে জোর করে চাকরি করাতে পারি না। পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তার ব্যাপারে পুলিশের এখন করার কিছু নেই। মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা নেবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে পদত্যাগে বাধ্য করা হয়নি। স্বেচ্ছায় পদত্যাগ করেছে। কেননা স্ত্রী মারা যাওয়ার পর বাবুল মানসিকভাবে ভেঙে পড়ে। মূলত এ কারণেই পদত্যাগ করে।’