
তুরস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিয়াদের দমন করতে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যে কোনো মুহূর্তে এ অভিযান শুরু হবে বলে ঘোষণা করেছেন তিনি।
সম্প্রতি কোনিয়া প্রদেশে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে নতুন করে অভিযান শুরু করতে পারে।
ফোরাত নদীর পূর্ব তীরে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি। ওয়াইপিজিকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র বর্ধিত সংস্করণ ও একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে তুরস্ক।
এদিকে ওয়াইপিজি বাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দেয়। তারা ইসলামিক স্টেট (আইএস) নির্মূল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র কমান্ডার সিয়ান রবার্টসন এক বিবৃতিতে বলেন, সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে যে কোন পক্ষের একতরফা সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ মেনে নেবে না।