সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ

| প্রকাশিতঃ ১৯ ডিসেম্বর ২০১৮ | ১১:৫১ পূর্বাহ্ন

ঢাকা : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এদিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

সিলেটে প্রথম ম্যাচে ক্যারিবীয়দের কাছে বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। আর প্রথম ম্যাচ জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা।

এদিকে, বড় হারে অবশ্য ভেঙ্গে পড়েনি তামিম-আরিফুলরা। সাহস জোগাচ্ছে চার মাস আগের টি-টোয়েন্টি সিরিজের স্মৃতি।

ফ্লোরিডাতে প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে ঠিকই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এবারে বাকি দুই ম্যাচ হোম অব ক্রিকেটে, পরিচিত কন্ডিশনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ক্রিকেটারদের।

প্রথম টি-টোয়েন্টিতে অতি আক্রমণাত্মক মানসিকতা কাল হয়েছে। অযথা শট খেলতে গিয়ে উইকেট বিলেয়েছে টাইগাররা। অল্প পুঁজিতে দুই স্পিনারে বোলিং শুরুর কৌশল তাই কাজে আসেনি সিলেটে। দলের ব্যাটসম্যান আরিফুল হক মনে করেন, ম্যাচ জিততে হলে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।

একুশে/আরসি/এসসি