মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কোরিয়ান শিক্ষার্থীদের বিস্ময়কর বাংলাদেশের গল্প শোনালেন আবিদা

| প্রকাশিতঃ ১৯ ডিসেম্বর ২০১৮ | ১০:২৪ অপরাহ্ন

ওমর ফারুক হিমেল : পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সত্যিই এক অনন্য উপমা। এই উপমা অগ্রগতি ও উন্নয়নের। অর্থনীতি ও আর্থসামাজিক বেশিরভাগ সূচকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে এশিয়ার উদীয়মান কিছু দেশকেও। নিম্নআয়ের দেশসমূহকে ফেলে এখন মধ্যম আয়ের দেশে বাংলাদেশ-কোরিয়ান শিক্ষার্থীদের এমনসব বর্ণময় গল্প শোনালেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

বুধবার দক্ষিণ কোরিয়ার শিংগু বিশ্ববিদ্যালয়ে এই গল্পবলা, গল্পশোনা আয়োজনে কোরিয়ান শিক্ষার্থীদের যেন হাট বসেছিল। আয়োজনের উদ্দেশ্য- বাংলাদেশকে জানানো, বাংলাদেশের অগ্রযাত্রার গল্প শোনানো। আর এসব গল্প শুনতে শুনতে তন্ময় হয়ে উঠেছিলেন শিক্ষার্থীরা।

একসাগর রক্ত পেরিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে আর্থসামাজিক ক্ষেত্রে বিগত ১০ বছরে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের কাহিনী কোরিয়ান ছাত্র- ছাত্রীদের কাছে তুলে ধরেন রাষ্ট্রদূত। কোরিয়ান শিক্ষার্থীদের বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহটাও ছিল উপচেপড়া।

রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা ধৈর্য ও আগ্রহ সহকারে শিক্ষার্থীদের জিজ্ঞাসা ও কৌতূহলের উওর দিয়েছেন। দিনব্যাপী এই সেমিনারে শিংগু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিঃ সুং কিউং লি, বিভিন্ন অনুষদের ডিন, অধ্যাপকবৃন্দসহ শতাধিক কোরিয়ান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ দূতাবাস ও শিংগু বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাবের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের আকর্ষণীয় বিষয় ছিল কোরিয়ানদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরিধান এবং বাংলাদেশি সুস্বাদু চানাচুর, সমুচা ও চিকেন বিরিয়ানী দিয়ে অতিথি-আপ্যায়ন। অনুষ্ঠানের শেষাংশে বাংলাদেশের দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনা উপস্থিত সবাই আনন্দচিত্তে উপভোগ করেন।

একুশে/ওএফএইচ/এটি