মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শ্রীলংকার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ

| প্রকাশিতঃ ২১ ডিসেম্বর ২০১৮ | ১০:১০ পূর্বাহ্ন


শ্রীলংকা: শ্রীলংকায় নতুন মন্ত্রিসভার ঘোষণা দেওয়ার পর এবার শপথ নিয়েছেন মন্ত্রীসভার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ৩০ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

রবিবার নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বরখাস্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

তবে এতেও শ্রীলংকার রাজনৈতিক সংকটের কোনো সমাধান মেলেনি। বিশেষ করে পার্লামেন্টে বিরোধী দল নিয়ে ঝামেলার কোনো সুরাহা হয়নি এখনো।

বিক্রমাসিংহের মন্ত্রিসভা ঘোষণা করা হলেও আইনশৃঙ্খলা মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন প্রেসিডেন্ট সিরিসেনা।