সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

| প্রকাশিতঃ ২২ ডিসেম্বর ২০১৮ | ৫:১১ অপরাহ্ন

একুশে ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে প্রথমবারের মতো টস জিতলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক নিলেন বোলিং। এবার আর শিশিরের মধ্যে বোলিংয়ের চ্যালেঞ্জ নিতে হবে না স্বাগতিক স্পিনারদের।

প্রথমবারের মতো কোনো দলকে সিরিজে তিন সংস্করণে হারানোর আশায় মাঠে নামছে বাংলাদেশ। তাদের বিপক্ষে হারের চক্র ভাঙতে শতভাগের বেশি দিয়ে খেলার কথা জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। চলতি বছরে নিজেদের সবশেষ ম্যাচ জিতলে ঘরে তুলবে টি-টোয়েন্টি সিরিজও। পাবে এক সিরিজে তিন সংস্করণে জয়ের অনিবর্চনীয় স্বাদ।

বাংলাদেশের কাছে টানা চারটা সিরিজে হারা ওয়েস্ট ইন্ডিজ মরিয়া ঘুরে দাঁড়াতে। পেসার কিমো পল জানান, তৃতীয় টি-টোয়েন্টিতে ১১০ ভাগ দিয়ে খেলবেন তারা।

বাংলাদেশ একাদশে আছেন : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশে আছেন : এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশান টমাস।

একুশে/ডেস্ক/এসসি