সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উল্লাস

| প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০১৮ | ৩:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বছর চট্টগ্রাম ‍শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৫২ শতাংশ। যা গত বছরের তুলনায় ০.৩৫ শতাং বেড়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩১ জন শিক্ষার্থী।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার এ ফলাফল প্রকাশ করেন।

এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২৪০টি বিদ্যালয়ের ২ লাখ ২ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৬৫ হাজার ৩৮ জন পরীক্ষার্থী।

ফলাফল পেয়ে নগরে স্কুলের শিক্ষার্থীদের মাঝে উল্লাস দেখা গেছে। শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে আনন্দে মাতোয়ারা। আবার কেউ কেউ সেলফিতে।

একুশে/এসসি