চট্টগ্রাম: দৈনিক আজাদীর ৫৭ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে এসেছেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর আমন্ত্রিত সম্পাদকরা। শনিবার সকালেই চট্টগ্রামে এসে পৌঁছান তারা। রাতে চট্টগ্রামের পাঁচ তারকা র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন সম্পাদকরা।
এর আগে শনিবার দুপুরে নগরীর মোমিন রোডে দৈনিক আজাদীর কার্যালয়ে যান আমন্ত্রিত সম্পাদকরা। এসময় তাদের স্বাগত জানান দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, সহযোগী সম্পাদক রাশেদ রউফ, প্রধান প্রতিবেদক হাসান আকবর ও ব্যবস্থাপক মঈনুল আলম বাদল।
আজাদী কার্যালয় পরিদর্শনে বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ টেলিভিশনের মাহমুদুর রহমান এবং গণমাধ্যম গবেষক মুহাম্মদ জাহাঙ্গীর ছিলেন।
পরে সম্পাদকরা আজাদী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ও ছাপাখানা ঘুরে দেখেন। সম্পাদকদের হাতে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রকাশিত প্রামাণ্যগ্রন্থ ‘হাজার বছরের চট্টগ্রাম’ বইটি তুলে দেন আজাদী সম্পাদক এম এ মালেক।
পরিদর্শনকালে আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা হিসেবে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল দৈনিক আজাদী। সেটা এক ইতিহাস। আজ আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক সম্পাদক এক হয়েছেন। এটাও এক ইতিহাস হয়ে থাকল।