
চট্টগ্রাম: বিশ্বনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবিক অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। শুক্রবার চবি জননেত্রী শেখ হাসিনা হল সম্মুখে নবনির্মিত ‘বঙ্গবন্ধু উদ্যান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ^নেতা বঙ্গবন্ধু মানবিক অনুপ্রেরণার উৎস। এ মহান নেতা মা-মাটি-মানুষকে নিজের জীবনের চেয়ে অধিক ভালোবাসতেন বলেই বাঙালি জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করতে কুন্ঠাবোধ করেননি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দীর্ঘ সংগ্রাম-আন্দোলনের ইতিহাসে বঙ্গবন্ধুর ঋণ পরিশোধযোগ্য নয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর স্মৃতি চির অম্লান করে রাখার প্রয়াসে নির্মিত বঙ্গবন্ধু উদ্যান বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরবজনক অধ্যায় উল্লেখ করে প্রজন্মের সন্তানদের বঙ্গবন্ধুকে সঠিকভাবে ধারণ, লালন ও চর্চার মাধ্যমে মানবিক গুণাবলী অর্জন করার আহবান জানান ভিসি।
পরে উপাচার্য সবাইকে সাথে নিয়ে বঙ্গবন্ধু উদ্যান ঘুরে দেখেন। অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রভোস্ট ও হাউজ টিউটরবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক সমিতি-অফিসার সমিতি-কর্মচারী সমিতি-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।