চট্টগ্রাম: নাগরিক সেবার স্বার্থে এবং নগরীর উন্নয়ন বিবেচনায় যে কোন ঝুঁকি নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রোববার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে ৫ম সাধারণ পরিষদের চারটি স্থায়ী কমিটির সভায় তিনি এ কথা জানান।
মেয়র বলেন, নাগরিক সেবার স্বার্থে এবং নগরীর উন্নয়ন বিবেচনায় যে কোন ঝুঁকি নিতে আমি প্রস্তুত আছি। নাগরিক স্বার্থে গৃহিত যাবতীয় পরিকল্পনা ও কর্মসুচি এগিয়ে নিতে স্থায়ী কমিটি সমূহের ভূমিকা গুরুত্বপূর্ণ। কাউন্সিলর এবং স্থায়ী কমিটির সকল সদস্যদের দায়িত্বশীল হতে হবে, সাধারন জনগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখতে হবে।
চসিক পরিবারের সকলের সম্মিলিত সহযোগিতায় নগরীকে বিশ্বমানের আধুনিক নগরীতে উন্নিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সভায় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমদ মঞ্জু, অর্থ সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল আলম, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল হাশেম, ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল বালী, পরিবেশ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ জোবায়ের, স্থায়ী কমিটি সমূহের সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন, উপ সচিব আশেক রসুল চৌধুরী, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম, ফায়ার ব্রিগেড এর সিনিয় ষ্টেশন অফিসার মো. এনামুল হক সহ কমিটির সকল সদস্যবৃন্দ।