চট্টগ্রাম: গত ২০১৫-১৬ অর্থবছরে ১০ লাখ ২০ হাজার ৮০৬ জনকে চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাস্থ্যসেবা দিয়েছে বলে জানিয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী। রোববার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি জানান, গত অর্থবছরে (২০১৫-১৬) ১০ লাখ ২০ হাজার ৮০৬ জনকে স্বাস্থ্যসেবা দিয়েছে সিটি করপোরেশন। এর মধ্যে চারটি মাতৃসদন হাসপাতালে ৫৭ হাজার ৯৭৫ জন, একটি জেনারেল হাসপাতালে ১২ হাজার ১৬০ জন, ৫৩টি নগর স্বাস্থ্যকেন্দ্রে ২ লাখ ২৪ হাজার ২১১ জন, ৩৩৫টি ইপিআই কেন্দ্রে ৬ লাখ ৭১ হাজার ৭৫৭ জন এবং ১৪টি হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্রে ৫৪ হাজার ৭০৩ জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর আগের অর্থবছরে (২০১৪-১৫) সেবা দেওয়া হয়েছিল ৮ লাখ ৫৬ হাজার ৭৩০ জনকে।
সেলিম আকতার চৌধুরী জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে আগামী শনিবার চক্ষু বহির্বিভাগ চালু করা হচ্ছে। এ হাসপাতালে ১০ শয্যার বার্ন ইউনিট চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। হাসপাতালটিতে আইসিইউ ও সিসিইউ চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া মেমন মাতৃসদন হাসপাতালসহ অন্যান্য মাতৃসদন হাসপাতালে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট চালু করা হবে। সিটি করপোরেশনের উদ্যোগে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, সদস্য ও কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সৈয়দা কাশপিয়া নাহরিন, ফারহানা জাবেদ, জেসমিন পারভীন জেসী, সদস্য সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী ও সিনিয়র কনসালটেন্ট, ডা. নাসিম ভুঁইয়া, ডা. আর পি আসিফ খান প্রমুখ।