মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

অবৈধ সম্পদ: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গ্রেপ্তার

| প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৬ | ৪:২৩ অপরাহ্ন

dudokঅবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক মো. আখতার হামিদ জানান, সোমবার সকালে মগবাজার থেকে মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে আদালতে হাজির করা হবে।

বর্তমানে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মোহাম্মদ আমিনের বিরুদ্ধে ৪৮ লাখ ৬৭ হাজার টাকা অবৈধ সম্পদ উপার্জনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।