সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

নতুন বছরে নতুন বই, উচ্ছ্বাসে শিক্ষার্থীরা

| প্রকাশিতঃ ১ জানুয়ারী ২০১৯ | ৩:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম : অপেক্ষার পর নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখোরিত নগরের ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়। প্রথম দিনে চট্টগ্রামের ২ হাজার ৬৬টি মাধ্যমিক এবং ৪ হাজার ৭৩০টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা নতুন বই পেয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন শির্ক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রামের ২০ টি থানা ও উপজেলার ২ হাজার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পৌনে ১২ লাখ শিক্ষার্থীর হাতে মাধ্যমিকের ১ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৮৮১ টি নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় প্রতিটি শিক্ষার্থী যাতে নতুন বই পায় সে ব্যবস্থা আমরা করেছি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, নগর ও জেলার সরকারি-বেসরকারি ৪ হাজার ৭৩০টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১০ লাখ শিক্ষার্থীর হাতে প্রায় ৪৮ লাখ নতুন বই আমরা পৌঁছে দিয়েছি।

নতুন বই হাতে নিয়ে উচ্ছ্বাসে শুধু শিক্ষার্থীরা নয় তাদের অভিভাবক ও শিক্ষকরা আনন্দে মেতে উঠেন।

একুশে/এসসি