মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আটকের ১৯ দিন পর ট্রাক থেকে হেরোইন উদ্ধার

| প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৬ | ৬:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ছয় হাজার বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক হওয়ার ১৯ দিন পর একটি ট্রাক থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে ট্রাকটি থেকে এ হেরোইন উদ্ধার করে বন্দর থানা পুলিশ।

বন্দর থানার ওসি একেএম মহিউদ্দীন সেলিম বলেন, গত ১৮ আগস্ট সল্টগোলা ক্রসিং থেকে ধান বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ছয় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব-৭। এরপর মামলা সংক্রান্তে ট্রাকটি বন্দর থানার দক্ষিণ হালিশহর পুলিশ ফাঁড়িতে রাখে র‌্যাব। এরপর সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ট্রাকটিতে হেরোইন আছে।

ওসি বলেন, এরপর ট্রাকটিতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। এরপর তল্লাশিতে নেমে ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কৌশলে রাখা অবস্থায় হেরোইনগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য এক কোটি টাকার বেশি।