মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে খাল থেকে শিশুর লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৬ | ১১:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর হালিশহরে খালের কচুরিপানার নীচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. মাহফুজ (৭) স্থানীয় হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

সোমবার সন্ধ্যায় হালিশহর থানার বন্দর টোল রোডের গলাচিপা এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আল আমীন (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আমিন সম্পর্কে ওই শিশুটির খালু হয়।

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, আল আমীনের স্ত্রী সান্তনা ও নিহত মাহফুজের মা সীমা সম্পর্কে বোন। সান্তনা বিভিন্ন সময়ে সুযোগ পেলেই তার বড় বোন সীমার বাসায় যেত। এ কারণে সান্তনার সাথে সীমার স্বামী মাহবুবের সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করত আল আমীন।

ওসি আরও বলেন, “সন্দেহের পাশাপাশি কয়েক মাস আগে আল আমীন সাড়ে তিন হাজার টাকা ধার নিয়ে তা পরিশোধ না করায় মাহবুব তাকে মারধর করে। এর প্রতিশোধ নিতে আল আমীন আজ সকালে মাহফুজকে সাগর দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে টোল রোডের গলাচিপা এলাকায় নিয়ে যায়। সেখানে মাহফুজের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশটি খালের কচুরিপানার নীচে চাপা দিয়ে বাসায় ফিরে আসে। এদিকে বিকালে মাহফুজ বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে এবং বিষয়টি পুলিশকে জানায়।”

পুলিশ কর্মকর্তা প্রণব জানান, আল আমীনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে লাশ লুকিয়ে রাখার বিষয়টি জানান। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় খালের কচুরিপনার নীচ থেকে মাহফুজের লাশ উদ্ধার করা হয়। আল আমীন ও মাহবুব দুই জনেই কিশোরগঞ্জের নিকলী উপজেলার বাসিন্দা। পেশায় রিকশাচালক আল আমীন হালিশহর বাস স্ট্যান্ড এলাকার আজিজ মিয়ার কলোনিতে এবং পেশায় রাজমিস্ত্রি মাহবুব সুন্দরী পাড়া এলাকায় থাকেন।