মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গুলশানে ভবন ঘিরে রেখেছে পুলিশ

| প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০১৬ | ১২:২৩ অপরাহ্ন

Gulsanরাজধানীর গুলশান এক নম্বর চত্বরে একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে ভবনটি ঘিরে রাখা হয়েছে।

গুলশানের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, ভবনের নিচতলার একটি শোরুমে কয়েকজন সন্দেহভাজন যুবক আছেন বলে তাঁদের কাছে খবর রয়েছে।

সকালে প্রাথমিকভাবে জানা যায়, ভবন থেকে কয়েকজন যুবককে আটক করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল পৌঁছেছে বলে জানা গেছে।