মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

| প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০১৬ | ৭:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে একটি এলজি ও ১৩ রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১০টার দিকে মাষ্টারপুল ছালা কলোনীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুল আলীম ওরফে আলম (৪২) চট্টগ্রামের পটিয়ার উত্তর ছনহরা এলাকার মৃত টুনু মিয়ার ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাষ্টারপুল ছালা কলোনীর সেলিনা আক্তারের ভাড়াঘরে অভিযান চালানো হয়। এসময় একটি দেশীয় তৈরী সচল এলজি ও ১৩ রাউন্ড কার্তুজসহ হাতে নাতে সন্ত্রাসী আলীমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।