মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সন্দ্বীপ চ্যানেলে লাইটার জাহাজ ডুবে গেছে, নিখোঁজ ১

| প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০১৬ | ৭:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে উত্তাল সাগরে ডুবে গেছে এমভি বর্ষণ-৩ নামের একটি লাইটার জাহাজ।

সোমবার দিবাগত রাত সাড়ে ৯টারে দিকে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজটির ১২ জন নাবিকের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়। তবে জাহাজটির কর্মী নজরুল ইসলামের খোঁজ পাওয়া যায়নি।

লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম বলেন, খুলনা থেকে এক হাজার টন ছাই নিয়ে চট্টগ্রামে আসছিল লাইটার জাহাজ এমভি বর্ষণ-৩। সোমবার রাতে জাহাজটি সন্দ্বীপ চ্যানেলে পৌঁছার পর উত্তাল ঢেওয়ের কবলে পড়ে তলা ফেটে যায়। এতে আধা ঘন্টার মধ্যে ডুবে যায় জাহাজটি। পরে জাহাজটির ১১ নাবিককে উদ্ধার করা হলেও নজরুল ইসলাম নামের একজনের খোঁজ মিলেনি।